কাজী ফার্মসের যৌথ উদ্যোগ

যাত্রা শুরু করল রিটেইল চেইন শপ আলফামার্ট

চলতি বছরে ঢাকা ও এর আশপাশের এলাকায় আলফামার্টের শতাধিক বিক্রয়কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে কাজী ফার্মসের।

গতকাল ঢাকার গুলশানে ‘আলফামার্ট’ নামে রিটেইল চেইন শপের উদ্বোধনী অনুষ্ঠানে কাজী ফার্মসের এমডি কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, আলফামার্ট ট্রেডিং বাংলাদেশের সিইও সাইফুল ইসলামসহ অন্যরা
ছবি: কাজী ফার্মস

কাজী ফার্মস লিমিটেড এবার রিটেইল চেইন শপ নিয়ে নতুন যাত্রা শুরু করেছে। ইন্দোনেশিয়ার আলফা গ্রুপ ও জাপানের মিতসুবিশি করপোরেশনকে সঙ্গে নিয়ে তারা ‘আলফামার্ট’ নামে চেইন শপ চালু করেছে। এ ব্যবসায়ে তিন প্রতিষ্ঠান যৌথভাবে ১২ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ৪৬৪ কোটি টাকা বিনিয়োগ করবে। এ চেইন শপে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য পাবেন ক্রেতারা।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১১৩ নম্বর রোডের ডেলভিস্তা টাওয়ারে আলফামার্টের প্রথম বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। চলতি বছরে ঢাকা ও এর আশপাশের এলাকায় আলফামার্টের শতাধিক বিক্রয়কেন্দ্র চালু এবং পরবর্তী সময়ে সারা দেশে কয়েক হাজার শপ খোলার পরিকল্পনা রয়েছে কাজী ফার্মসের। প্রতিটি শপে ১০ জনের বেশি মানুষের কর্মসংস্থান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

‘এভরিডে গ্রোসারি সলিউশন’ শীর্ষক স্লোগানে যাত্রা শুরু করা আলফামার্টে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও অফার থাকবে। এর মধ্যে রয়েছে নির্ধারিত পণ্যে মূল্য ছাড়, বাই ওয়ান গেট ওয়ান বা একটি কিনলে একটি ফ্রি ও উপহার। মূলত আলফামার্ট দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এটি নিজস্ব ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক স্টোরের মাধ্যমে খাদ্যপণ্য, পানীয়, ব্যক্তিগত পরিচর্যা এবং গৃহস্থালি পণ্য সরবরাহ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফামার্ট ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা জোকো সুসান্তো; জাপানের মিতসুবিশি করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) হিরোশি উয়েগাকি, ডেপুটি চিফ রিজিওনাল অফিসার (এশিয়া ও ওশেনিয়া) তোমোয়াকি নিশিদা; মিতসুবিশি করপোরেশন, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট শুজিরো নিশিদা এবং কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান ও আলফামার্ট ট্রেডিং বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজী ফার্মস কর্তৃপক্ষ জানায়, আলফা গ্রুপের আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ২০ হাজারের বেশি বিক্রয়কেন্দ্র পরিচালনা করছে। আরেক অংশীদার মিতসুবিশি করপোরেশনের রিটেইল শপ ‘সোগো শোশা’ জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার বিক্রয়কেন্দ্রে পরিচালনা করে।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, ‘এ খাতে আলফা মার্টের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেটা আমরা কাজে লাগাতে চাই। আমরা বেশি পরিমাণে পণ্য বিক্রি করতে চাই। যত বেশি বিক্রি হবে মুনাফার সম্ভাবনা তত বাড়বে। আর যেহেতু নিজস্ব ওয়্যারহাউস থেকে পণ্য সরবরাহ করা হবে, তাই খরচ কম পড়বে।’

কাজী ফার্মস জানায়, এ প্রকল্পে প্রথম ধাপে ৫ কোটি মার্কিন ডলার বা ৬১০ কোটি টাকার মতো (প্রতি ডলার ১২২ টাকা ধরে) বিনিয়োগ হবে। দ্বিতীয় ধাপে ৭ কোটি ডলার (প্রায় ৮৫৪ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আলফামার্ট স্টোরের মাধ্যমে স্থানীয় পণ্য ও উদ্যোক্তাদের জন্যও সুযোগ তৈরি করা হবে।

কাজী ফার্মসের এমডি কাজী জাহেদুল হাসান বলেন, ‘দেশের অর্থনীতি বড় হওয়ায় ভবিষ্যতে দেশে রিটেইল শপের বড় বাজার তৈরি হবে। একসময় ইন্দোনেশিয়ায়ও এমনটি হয়েছিল। আমাদের দেশও সেই অবস্থানে যাচ্ছে। ২৫ বছরের পুরোনো প্রতিষ্ঠান হিসেবে এ খাতে আলফামার্টের অনেক গবেষণা রয়েছে। তাই প্রথম দিকে চ্যালেঞ্জ থাকলেও আমরা ভালো করার আশা রাখি।’