শ্রমিক কল্যাণ তহবিলে জিপিএইচ ইস্পাতের অনুদান আজ মঙ্গলবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা ও জিপিএইচ ইস্পাতের শীর্ষ নির্বাহীরা
শ্রমিক কল্যাণ তহবিলে জিপিএইচ ইস্পাতের অনুদান
আজ মঙ্গলবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা ও জিপিএইচ ইস্পাতের শীর্ষ নির্বাহীরা

শ্রমিক কল্যাণ তহবিলে জিপিএইচ ইস্পাতের অনুদান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অনুদানের অর্থ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। কোম্পানির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জিপিএইচ ইস্পাত।

অনুষ্ঠানে চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। জিপিএইচ ইস্পাতের পক্ষে চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান ও গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে জিপিএইচ ইস্পাত অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পোন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শিল্পের উন্নয়ন ও শ্রমিক কল্যাণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই অনুদান প্রদানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত প্রমাণ করেছে যে তারা একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে শ্রমিকদের উন্নয়নের অংশীদার করতে বদ্ধপরিকর।

জিপিএইচ ইস্পাত জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দেশের শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জিপিএইচ ইস্পাতের মতো দায়িত্বশীল বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান এই তহবিলকে আরও শক্তিশালী করছে। এই তহবিলের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি এমন এক ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে দেশের প্রত্যেক শ্রমিক জাতীয় সমৃদ্ধিতে তাঁদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত করতে পারবেন।