Thank you for trying Sticky AMP!!

বস্ত্র কারখানা স্থাপনে ২৩০ কোটি টাকা বিনিয়োগ

বস্ত্র শিল্পকারখানা স্থাপনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে হংকংয়ের (চীনা) মালিকানাধীন কোম্পানি লুগাং টেকনোলজি লিমিটেড। কোম্পানিটি এ জন্য ২ কোটি ২৯ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে।

লুগাং টেকনোলজি বছরে ৫ হাজার ১০০ টন সুতা উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ৩ হাজার ১৮২ বাংলাদেশি নাগরিকের।

আজ বুধবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও লুগাং টেকনোলজি লিমিটেডের সহ–মহাব্যবস্থাপক ডিং ফেং চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানুসহ বেপজা ও লুগাং টেকনোলজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার পোশাক কারখানা স্থাপনে ঈশ্বরদী ইপিজেডে প্রায় ৫৫ কোটি টাকা বিনিয়োগে কারখানা স্থাপনের চুক্তি করে বাংলাদেশি কোম্পানি রয়েল সুয়িং লিমিটেড। কোম্পনিটি বছরে ২৭ লাখ বিভিন্ন ধরনের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, বালিশ, কম্বল ও কুশন উৎপাদন করবে। কর্মসংস্থান হবে ১ হাজার ৭০ বাংলাদেশি নাগরিকের।

এ ছাড়া গত ২৭ সেপ্টেম্বর ঈশ্বরদী ইপিজেডে তাঁবু ও স্লিপিং ব্যাগ তৈরির কারখানা স্থাপনে বিনিয়োগের চুক্তি করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান কিনডা আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এ জন্য ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১২০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

কিনডা আউটডোর বছরে ২০ লাখ তাঁবু, বিভিন্ন ধরনের ব্যাগ, মশারি, ফোল্ডিং চেয়ার ও ছাতা উৎপাদন করবে। কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার ৯৭৩ জন বাংলাদেশির।