Thank you for trying Sticky AMP!!

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাত পদের পরীক্ষা ১১ ফেব্রুয়ারি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাত ধরনের পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর (গ্রেড১৩), ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) (গ্রেড ১৫), সার্ভেয়ার (গ্রেড ১৬), গাড়িচালক (গ্রেড১৬), ডেসপাচ রাইডার (গ্রেড ১৮), অফিস সহায়ক (গ্রেড ২০) ও নিরাপত্তাপ্রহরী (গ্রেড ২০) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এ–সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এই ওয়েবসাইটে (http://ddmr.teletalk.com.bd/admitcard/index.php) আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।