
যাঁরা সংবাদ উপস্থাপনায় ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। আগামী ১৫ মে থেকে ৯ জুন পর্যন্ত চার সপ্তাহব্যাপী ‘সংবাদ উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা পরিচালনা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ পাঠ্যধারায় সংবাদ উপস্থাপনা-সম্পর্কিত প্রয়োজনীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন চেয়ে আজ বুধবার প্রথম আলোতে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক পাস হতে হবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ২০০ টাকা ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (টেলিভিশন অনুষ্ঠান) ও পাঠ্যধারা পরিচালক সুমনা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ এপ্রিল থেকে প্রতিদিন অফিস চলাকালীন আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি, স্নাতক পাসের সার্টিফিকেটের সত্যায়িত কপি ও চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। ইনস্টিটিউটের এ ওয়েবসাইটে সরাসরি আবেদন করা যাবে। সে ক্ষেত্রে সাক্ষাৎকারের দিন ফি জমা দিয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ মে। সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষা ১০ মে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোনো পত্র দেওয়া হবে না। বাছাই পরীক্ষার পর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকা ১১ মে ইনস্টিটিউটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে দেওয়া হবে। মনোনীত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৪ হাজার টাকা জমা দিতে হবে।