
৪৩তম বিসিএসে ভাইভায় পাস করেও ক্যাডার না পাওয়া নন-ক্যাডার প্রার্থীরা বিশেষ বিধান সংযোজনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক চাকরিপ্রার্থী।
প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগে একাধিক ধাপে বৈষম্য হয়েছে। যেমন একই দিনে ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ, আবেদন করার জন্য পর্যাপ্ত সময় না দেওয়া, পূর্ণাঙ্গ তালিকা না প্রকাশ এবং বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদের উল্লেখ না থাকা। এতে অনেক প্রার্থী আবেদনই করতে পারেননি।
তাঁদের দাবি, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে পাওয়া ৯ হাজার ২০০-এর বেশি শূন্য পদে সুপারিশপ্রক্রিয়া ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর কিছু ধারা দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রার্থীরা কেবল ৪৩তম বিসিএসের জন্য একটি বিশেষ ধারা সংযোজন করে রেট্রোস্পেক্টিভ (অতীত থেকে কার্যকর) ভিত্তিতে একটি স্বচ্ছ ও ন্যায্য নিয়োগপ্রক্রিয়া চালুর দাবি জানান।
তাঁদের মতে, কমিশনের প্রস্তাবিত বিধিমালা সংশোধনের উদ্যোগ বাস্তবায়ন হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং বর্তমান কমিশনের প্রার্থীবান্ধব অবস্থানের প্রতিফলন ঘটবে।