Thank you for trying Sticky AMP!!

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের সাতটি পদের পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ৯ম-২০তম গ্রেডের ১৭ ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের জন্য গত ১১ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা), সহকারী ব্যবস্থাপক (উৎপাদন নিয়ন্ত্রণ), কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ), অফিসার (উৎপাদন), সহকারী কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ), অফিসার (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ)/ অফিসার (উৎপাদন নিয়ন্ত্রণ) ও ইমাম (পুরুষ) পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে ৩০ এপ্রিলের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।

পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসপিসিবিএলের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া অন্য ১০ ক্যাটাগরির পদের নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসপিসিবিএলের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৮