বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

তিন ব্যাংকে নিয়োগ পেলেন ১৫৬ সিনিয়র অফিসার

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (আইটি)’ পদে ১৫৬ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করে ১৫৬ প্রার্থীকে প্রাপ্যতার ভিত্তিতে তাঁদের পছন্দক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

১৫৬ জনের মধ্যে সোনালী ব্যাংকে নিয়োগ পেয়েছেন ১১১ জন, জনতা ব্যাংকে ৮ জন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৭ জন।

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকগুলো সম্পাদন করবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিংকে