এআই/প্রথম আলো
এআই/প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা ১৬ মে

বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডভুক্ত ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার–আইন)’ পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডকারী ১ হাজার ১৯৩ প্রার্থীর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার–আইন)’ পদের লিখিত পরীক্ষা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড–সদৃশ কোনো ডিভাইস ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

এআই/প্রথম আলো

পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।