
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (৩০ আগস্ট) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বেলা দুইটা থেকে তিনটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ১ (এক) ঘণ্টা। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ক্যালকুলেটর (এই পরীক্ষার জন্য) ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা; ঢাকা কলেজ, মিরপুর রোড, ঢাকা; সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা; ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা; বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, ঢাকা; সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা; মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা ও ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
প্রার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।