
যুব উন্নয়ন অধিদপ্তরের তিনটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্যাশিয়ার ও গাড়িচালক পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন বেলা তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা অনুষ্ঠানের কেন্দ্র ও অন্যান্য তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্যাশিয়ার ও গাড়িচালক পদে গত ৩০ ডিসেম্বর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।