Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত জিআইএস স্পেশালিস্ট পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমসিকিউ ও লিখিত পরীক্ষা ১৬ এপ্রিল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চারটি পরীক্ষাই নেওয়া হবে।

প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে।

প্রার্থীদের কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে। এমসিকিউ, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।