
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত ‘নকশাকার’ ও ‘এস্টিমেটর’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষা আগামী ১১ আগস্ট (নকশাকার) ও ১৮ আগস্ট (এস্টিমেটর) (উভয় দিন সোমবার) সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১. মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সব মূল বা সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় সব সনদ ও চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে। উল্লিখিত সনদ বা কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
২. ‘নকশাকার’ ও ‘এস্টিমেটর’ উভয় পদে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন পছন্দক্রম ফরম পূরণ করে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। একজন প্রার্থী উভয় পদে যোগ্য হলে তাঁকে উভয় পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে পছন্দক্রমের ফরম একটিই দাখিল করতে হবে। কোনোভাবেই একাধিক পছন্দক্রম ফরম জমা দেওয়া যাবে না। একাধিক পছন্দক্রমের ফরম জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
৩. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A (Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সব শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের মূল বা সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ–সংবলিত দালিলিক প্রমাণ (বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না), আবেদনকারী প্রার্থীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশনের কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তা পুনঃ প্রাপ্তির জন্য যথাযথ পদ্ধতি অনুসরণ করে দাখিলকৃত প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্র, পরীক্ষার প্রবেশপত্রের ২ (দুই) কপি, বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি, সরকারি/স্বায়ত্তশায়িত/আধা স্বায়ত্তশায়িত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব সনদ বা কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থী বা প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না।
মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে (ক্যানটিনসহ) মুঠোফোন ও কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো সময় প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।