Thank you for trying Sticky AMP!!

জনতা ব্যাংকের ৩১২টি পদের প্রবেশপত্র ডাউনলোড চলছে

প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে জনতা ব্যাংক লিমিটেডের অফিসার (আরসি) পদের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড শুরু হয়েছে। গত ২৯ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংকের অফিসার (আরসি)–এর ২০২০ সালভিত্তিক ৩১২টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Also Read: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে পারে

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না। কোনো তথ্যের প্রয়োজন হলে এই মেইলে (info.bscs@bb.org.bd) যোগাযোগ করা যাবে।

Also Read: সমন্বিত তিন ব্যাংক নেবে ১৫৬ সিনিয়র অফিসার

পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নাম পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Also Read: রেলওয়েতে বিশাল নিয়োগ, শূন্য পদ ১,৩৮৫