Thank you for trying Sticky AMP!!

সমাজসেবার ৪৬৩ পদের প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৬ অক্টোবর

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদনকারী সাড়ে ছয় লাখের বেশি চাকরিপ্রার্থীর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৬ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এর আগে দুইবার স্থগিত হওয়া এই পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় ২১ অক্টোবরে।

সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড করার লিংক এখান।

ইউনিয়ন সমাজকর্মী পদে জনবল নিয়োগের জন্য ২০১৮ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সমাজসেবা অধিদপ্তর। প্রার্থীদের আবেদন শেষে দুবার লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল।

Also Read: শেষ হচ্ছে সাড়ে ৬ লাখ চাকরিপ্রার্থীর ৪ বছরের অপেক্ষা

২০১৯ ও ২০২১ সালে এ পদে পরীক্ষার তারিখ ঘোষণা করে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ চার বছর পর অবশেষে এবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ অক্টোবর দেশের ৬৪ জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা নেওয়া হবে।

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩। সারা দেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে একটি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন।

২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে পরীক্ষার আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে আবার স্থগিত করা হয় এ পরীক্ষা।

পরপর দুবার পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক পরীক্ষার্থী প্রশ্ন ফাঁসেরও অভিযোগ এনেছিলেন। সে সময় সমাজসেবা অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। পরীক্ষাসংশ্লিষ্ট সবার মুঠোফোন নম্বর পরীক্ষার দুই দিন আগে থেকেই বন্ধ ছিল।