আইটিএন-বুয়েটে চাকরির সুযোগ

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (আইটিএন-বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় একটি প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল সায়েন্স/পাবলিক হেলথ/ইন্টারন্যাশনাল রিলেশনস/ডেভেলপমেন্ট স্টাডিজ/ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের ওয়াস ও উন্নয়ন সেক্টরে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
    চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
    বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে ফরম পূরণ করতে কোনো সমস্যা হলে diritn@itn.buet.ac.bd এই ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলটি itnoffice@itn.buet.ac.bd এই ঠিকানায় সিসি করে রাখতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৩