বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বরিশালে একটি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইউএসএইডের অর্থায়নে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চিলড্রেন অ্যান্ড ইয়ুথ, লাইভলিহুডস, জেন্ডার–বেজড ভায়োলেন্স, প্রিভেনশন অব চাইল্ড ম্যারেজ ইন্টারভেনশনস, প্রোটেকশন ও এসআরএইচআরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ই–মেইলের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর (অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)
কর্মস্থল: বরিশাল
বেতন: মাসিক বেতন ৮০,০০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের যোগাযোগের নম্বর, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, দুটি রেফারেন্স ও কভার লেটারসহ সিভি hr@rdfbd.org ঠিকানায় ই–মেইল করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪।