
দেশের অন্যতম বড় বেসরকারি সংস্থা ব্র্যাক জেলা পর্যায়ে নতুন ম্যানেজার নিয়োগ দেবে। সংস্থাটি তাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিটেইল সেলস বিভাগে ‘ডিস্ট্রিক্ট ম্যানেজার’ পদে জনবল নেবে। পদের সংখ্যা নির্ধারিত না হলেও নারী ও পুরুষ উভয় প্রার্থীকেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিটি পূর্ণকালীন ও দেশের যেকোনো জেলায় কর্মস্থল হতে পারে। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
উল্লেখ্য, ব্র্যাক দেশে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগের নাম: রিটেইল সেলস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের নিয়ম: এই লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।