Thank you for trying Sticky AMP!!

বিশ্বব্যাংকের ঢাকা অফিসে চাকরির সুযোগ

বিশ্বব্যাংক বাংলাদেশে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ইন্টিগ্রেশন টিমে ঢাকায় সিনিয়র অপারেশনস অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র অপারেশনস অফিসার
    বিভাগ: সাউথ এশিয়া রিজিওনাল ইন্টিগ্রেশন টিম
    পদসংখ্যা:
    যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্সেসে স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন বিশেষ করে দক্ষিণ এশিয়া বিষয়ে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের জিও–পলিটিকস সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যানালিটিক্যাল, রিসার্চ ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

Also Read: আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ২৭ লাখ

চাকরির ধরন: চার বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বিশ্বব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই বিশ্বব্যাংকের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর এই লিংকে নিজের প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২ ডিসেম্বর ২০২২।

Also Read: ইরিতে চাকরি, বেতন লাখের বেশি, আছে মাতৃত্বকালীন ভাতা