Thank you for trying Sticky AMP!!

বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ৬০,০০০

মডেল: জিসা

বেসরকারি সংস্থা গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থায় প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাইভেট সেক্টর বা প্রাইভেট সেক্টর এনগেজমেন্টে অন্তত চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা ও সমন্বয়ের দক্ষতা থাকতে হবে। বৈশ্বিক মানবাধিকার, লিঙ্গ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, পরিকল্পনা ও বাজেটে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

Also Read: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি, বেতন লাখের বেশি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: গুলশান–১, ঢাকা
বেতন: মাসিক বেতন ৫৫,০০০–৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, “হাই বিজনেস ইন বাংলাদেশ হেল্পস অ্যাচিভ দ্য এসডিজি’স”—নিয়ে ৪০০ থেকে ৫০০ শব্দের মধ্যে একটি লেখা এবং ছবিসহ আপডেট সিভি nizam@globalcompactbd.org ঠিকানায় ই–মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২২।

Also Read: বেসরকারি সংস্থায় চাকরি, বেতন সোয়া দুই লাখ