Thank you for trying Sticky AMP!!

সরকারিভাবে কর্মী নেবে ফিজি, সপ্তাহে কাজ ৪৫ ঘণ্টা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজিতে মোট ১০ জন কর্মী নেওয়া হবে। এর মধ্যে হাইড্রো ক্লিন টেকনিশিয়ান পদে ৬ জন, প্রজেক্ট টিম লিডার পদে ১ ও আইটি টেকনিশিয়ান পদে ৩ জন নেওয়া হবে। সব পদের জন্য কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের জন্য বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে ৪৫-৪৮ ঘণ্টা কাজ করতে হবে। হাইড্রো ক্লিন টেকনিশিয়ান পদে প্রতি ঘণ্টায় বেতন সাড়ে ৬ ফিজি ডলার (৩০৭ টাকা)। প্রজেক্ট টিম লিডার পদে প্রতি ঘণ্টায় বেতন ৭ ফিজি ডলার (৩৩১ টাকা) এবং আইটি টেকনিশিয়ান পদে প্রতি ঘণ্টায় বেতন ৬ ফিজি ডলার (২৮৪ টাকা)।

চাকরির শর্ত
চাকরির চুক্তি দুই বছরের। তবে নবায়নযোগ্য। প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে ও প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি দেবে।

খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে, চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরির অন্যান্য শর্ত ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

Also Read: লিখিত পরীক্ষার তিন বছর পর মৌখিকের তারিখ প্রকাশ

যেভাবে আবেদন
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি, ড্রাইভার পদের জন্য বৈধ লাইসেন্স এবং অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের এই লিংকের মাধ্যমে ২৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Also Read: তাঁত বোর্ডে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০০ টাকা