Thank you for trying Sticky AMP!!

সমন্বিত তিন ব্যাংক নেবে ১৫৬ সিনিয়র অফিসার

মডেল: নুসরাত ও সিফাত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী, জনতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র আইটি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই তিন ব্যাংকে মোট ১৫৬ জন সিনিয়র আইটি অফিসার নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, সোনালী ব্যাংকে ১১১ জন, জনতা ব্যাংকে ৮ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৭ জন নেওয়া হবে।

আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে।

আবেদনের বয়স

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮৪। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

Also Read: সোনালী ও জনতা ব্যাংকে ৪৬৮ চাকরির সুযোগ

আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি। তবে ভ্যারিফাই পেমেন্ট ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। এ পদে নিয়োগ পেলে বেতন হবে নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা)।

Also Read: বিপিইএমসিতে চাকরির সুযোগ, মূল বেতন ৭৫,০০০

Also Read: রেলওয়েতে বিশাল নিয়োগ, শূন্য পদ ১,৩৮৫