পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। এই অধিদপ্তরে চার ক্যাটাগরির পদে ৩৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পাস। দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড–১২)
পদসংখ্যা: ২৫
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২৭৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্পিডবোট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ স্পিডবোট অপারেটর সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২৭৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদসংখ্যা: ২৮৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার।
বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
সব প্রার্থীর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেকোনো টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
/////////
আরও পড়ুন:
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১
আনসার বাহিনীতে বড় নিয়োগ, পদ ২৭১
পুলিশ নেবে কনস্টেবল, আবেদন শুরু ৩ মার্চ