Thank you for trying Sticky AMP!!

বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন তিন লাখ

মডেল: মোনালিসা মুন্নি

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট: এসবিসি স্ট্র্যাটেজি ডেভেরপমেন্ট ফর আরবান প্রাইমারি হেলথ কেয়ার–এনওসি লেভেল
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সোসিও–বিহেভিয়রাল সায়েন্সেস/পাবলিক হেলথ/সাংবাদিকতা/কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়রাল কমিউনিকেশন অ্যাকটিভিটিসে অন্তত ৮ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হেলথ, নিউট্রিশন, নকলেজ অ্যাটিটিউড বিহেভিয়র অ্যান্ড প্র্যাকটিস নিয়ে কোয়ালিটেটিভ রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের কোনো সংস্থা বা সরকারি কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

Also Read: প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন দেড় লাখ

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৩,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com–এ ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৩