আইসিবি ইসলামিক ব্যাংক নেবে একাধিক কর্মী, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিএসও/ক্যাশ অফিসার) পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিএসও/ক্যাশ অফিসার)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জেনারেল ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিংয়ে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, মেডিকেল ভাতা, টি/এ ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৩।