এআই জেনারেটেড ছবি
এআই জেনারেটেড ছবি

ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম

ঢাকার ডেনমার্ক দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ভিসা অ্যান্ড কনস্যুলার অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: ভিসা অ্যান্ড কনস্যুলার অফিসার

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ভিসা বা প্রশাসনে বিশেষ করে কোনো শেনজেন দূতাবাসে দুই থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ড্যানিশ ভাষা জানা থাকলে ভালো। মাইক্রোসফট অফিস, আইটলুকের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: গুলশান, ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭ ঘণ্টা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া বছরে ২০ দিন সবেতন ছুটি, পেনশন স্কিম এবং কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, দুই থেকে তিনটি রেফারেন্সসহ সিভি (পিডিএফ ফাইল) dacambapplication@um.dk ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Visa and Consular Officer – (your name)’ উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৫।