৩টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সিসিডিবি। সিসিডিবির মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনার জন্য এসব পদে লোক নিয়োগ করা হবে।
১. শাখা ব্যবস্থাপক
কাজের প্রকৃতি: স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে যাবতীয় কাজ পরিচালনা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর পাসসহ (৩টি দ্বিতীয় বিভাগ) ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ৩০,০০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২. হিসাবরক্ষক
কাজের প্রকৃতি: স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ের হিসাবসংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিকম পাস (২টি দ্বিতীয় বিভাগ)। ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
৩. মাঠ সংগঠক
কাজের প্রকৃতি: ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস (অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ২.৫ জিপিএ থাকতে হবে। জাতীয় পর্যায়ের এনজিওতে ঋণ কার্যক্রমে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২০,০০০ টাকা।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
বাইসাইকেল চালানো বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবনবৃত্তান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ এই ঠিকানায় পাঠাতে হবে। দরখাস্তে অবশ্যই সচল মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।
১. উক্ত পদগুলোয় ৬ মাস পর স্থায়ীকরণ করা হবে।
২. সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধাদি প্রদান করা হবে।
৩. প্রার্থীদের যোগদানের সময় ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা, সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদ এবং ১ ও ২ নম্বর পদের জন্য ১৫,০০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০,০০০ টাকা সিকিউরিটি মানি (সুদসহ ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে।