Thank you for trying Sticky AMP!!

মেট্রোরেলের চাকরির পরীক্ষা শুক্রবার

মেট্রোরেল

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুটের (পিআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তির সাতটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ জুন তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ৫ এস ২ অনুসারে সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (এএফসি, পিএসডি অ্যান্ড বিই), সহকারী প্রকৌশলী (স্থাপত্য), সহকারী প্রকৌশলী (আইসিটি) এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের নির্বাচনী লিখিত পরীক্ষা শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), টাওয়ার-১, মিরপুর সেনানিবাস, ঢাকায় এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার হলে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

প্রার্থীদের নিজ নিজ মুঠোফোন নম্বরে পরীক্ষাসংক্রান্ত খুদে বার্তা পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো প্রবেশপত্র না পেলে ডুপ্লিকেট প্রবেশপত্রের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (সত্যায়িত) একটি লিখিত আবেদন প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট বরাবর জমা দিতে হবে। এ ক্ষেত্রে ২৫ ও ২৬ জানুয়ারি অফিস চলাকালে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।