Thank you for trying Sticky AMP!!

ইউজিসির নতুন চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ

কাজী শহীদুল্লাহ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহ। আজ বুধবার তাঁকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়মানুযায়ী প্রচলিত বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। নতুন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তাঁর ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

ইউজিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয় এ মাসের প্রথম সপ্তাহে। এরপর থেকে ইউজিসির চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালন করছিলেন সংস্থাটির সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। সদস্য হিসেবে তাঁরও মেয়াদ এই মাসে শেষ হওয়ার কথা।