* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১। ডেটাবেইস মানে হলো—
ক. উপাত্ত ঘাঁটি খ. উপাত্তবিন্যাস
গ. উপাত্ত সর্টিং ঘ. উপাত্ত সার্চিং
২। ডেটা টেবিলে Numeric ফিল্ড কী ধরনের?
ক. সংখ্যা খ. টেক্সট গ. বর্ণ ঘ. যুক্তিমূলক
৩। ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির ‘নাম’ কোন ধরনের ডেটা?
ক. Date/Time খ. Number গ. Text ঘ. Currency
৪। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেটাবেইস সফটওয়্যার
খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
৫। ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. রেকর্ড গ. ডেটাবেইস ঘ. ফাইল
৬। Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
ক. Create খ. Field name
গ. Field Size ঘ. Design View
৭। ডেটাবেইসের হেডিং বা শিরোনামকে কী বলা হয়?
ক. কলাম খ. সারি গ. ফিল্ড ঘ. রেকর্ড
৮। ডেটাবেইসের একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী হয়?
ক. কলাম খ. সারি গ. ফিল্ড ঘ. রেকর্ড
৯। Auto Number-এর অন্তর্ভুক্ত কোনটি?
ক. Integer খ. Data/Time
গ. Double ঘ. Serial No
১০। নিচের কোনটি ডেটাবেইস প্রোগ্রাম?
ক. ওরাকল খ. পাইথন গ. অ্যাডা ঘ. নোটপ্যাড
১১। নিচের কোনটি DBMS-এর উদাহরণ?
ক. MS DOS খ. MS EXCEL
গ. C++ ঘ. MS ACCESS
১২। বহুল ব্যবহূত ওরাকল (ORACLE) কী?
ক. ডেটাবেইস ব্যবস্থাপনা সফটওয়্যার
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. ডস অপারেটিং সিস্টেম
ঘ. ওয়ার্ড প্রসেসিং
১৩। বহুল ব্যবহূত MySQL একটি—
ক. ডেটাবেইস প্রোগ্রাম খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. সি++ প্রোগ্রাম ঘ. গ্রাফিক্স প্রোগ্রাম
১৪। ডেটাবেইস ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহূত ইন্টারফেস বা মাধ্যমকে বলা হয়—
ক. প্রজেক্ট খ. রিপোর্ট গ. ফর্ম ঘ. কুয়েরি
১৫। কোনটি ডেটাবেইসের উপাদান নয়?
ক. রেকর্ড খ. সিনটেক্স
গ. ম্যাক্রো ঘ. মডিউল
১৬। ডেটাবেইসে ডেটা এন্ট্রি করার জন্য কোনটি ব্যবহূত হয়?
ক. প্রজেক্ট খ. ফর্ম গ. মডিউল ঘ. কুয়েরি
১৭। Memo ব্যবহূত হয় কখন?
ক. সংখ্যা লিখতে খ. অক্ষর লিখতে
গ. বর্ণনামূলক লেখার জন্য ঘ. ছবি সংযোজনে
১৮। প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?
ক. লজিক্যাল খ. অটোনাম্বার
গ. ইউনিক বা স্বতন্ত্র ঘ. ক্রমানুযায়ী সাজানো
১৯। রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক কে?
ক. চার্লস ব্যাবেজ খ. E.F Gordon
গ. E.F Joscph ঘ. E.F Codd
২০। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ডেটাবেইসে অ্যাট্রিবিউট হলো রোল, নাম, বিভাগ, ঠিকানা। এ ক্ষেত্রে প্রাইমারি কি কোনটি?
ক. ঠিকানা খ. রোল গ. নাম ঘ. বিভাগ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৬
১. ক ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ