ঘাসফুল প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে জ্যোতিরিন্দ্র মিত্র রচিত কবিতা ‘ঘাসফুল’। এসো তাহলে, শুরুতেই কবিতাটির মূলভাব জেনে নেওয়া যাক।‘ঘাসফুল’ কবিতার মূলভাব ঘাসের ছোট ছোট ফুল পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে ওরা উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্যকিরণের মায়ায়। গাছে ফুল ফুটলে আনন্দ পাওয়া চাই। ফুল ছিঁড়ে কিংবা পায়ের নিচে পিষে ওদের কষ্ট দেওয়া ঠিক নয়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে।প্রশ্ন: বাক্যগুলোর প্রদত্ত ভুল শব্দটি শুদ্ধ করে লেখো:ক. অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড়ে ব্যাথা হবে।খ. সকালে সূর্যের কিরন ততটা তীব্র হয় না।গ. আমাদের পায়ের নিচে যে মাটির পিথীবি তা-ই ধরা ঘ. অন্ধকার আকাশে তারারা মিটমিট করে জলে।ঙ. ফুল গাছে পুল ফোটে।উত্তর: ক. অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড়ে ব্যথা হবে।খ. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। গ. আমাদের পায়ের নিচে যে মাটির পৃথিবী তা-ই ধরা ঘ. অন্ধকার আকাশে তারারা মিটমিট করে জ্বলে। ঙ. ফুল গাছে ফুল ফোটে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল