Thank you for trying Sticky AMP!!

বাকৃবিতে ফিরতে গোপালগঞ্জের বিদায়ী ভিসির আবেদন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। প্রথম আলো ফাইল ছবি

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে পদত্যাগ করা উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিজ বিভাগে যোগদানের আবেদন করেছেন।

বশেমুরবিপ্রবি থেকে পদত্যাগ করা নাসিরউদ্দিন বাকৃবির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক। আজ সকালে আগের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিভাগে অধ্যাপক নাসিরউদ্দিনের পুনরায় যোগদানের আবেদনটি পেয়েছি। প্রক্রিয়াটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।’ বিভাগে কবে নাগাদ যোগ তিনি দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক শহিদুল বলেন, ‘তিনি (নাসিরউদ্দিন) যোগদানপত্রের সঙ্গে দুই দিনের ছুটির আবেদন করেছেন। পূজার ছুটি শেষে যোগ দিতে পারেন।’

এ বিষয়ে নাসিরউদ্দিনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।