বাংলা ২য়পত্রnমডেল টেস্ট-৫

২০১৪ সালের এসএসসি পরীক্ষা

২৬। শব্দের উত্সমূলক শ্রেণিবিভাগ কতটি?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

২৭। নাম পুরুষের উদাহরণ কোনটি?

ক. সে, তারা খ. তুমি, তোমরা

গ. আমি, আমরা ঘ. আপনি, আপনারা

২৮।মন দিয়ে পড়ো’—বাক্যের অনুজ্ঞাভাব কোন অর্থদায়ক?

ক. অনুরোধসূচক খ. উপদেশাত্মক

গ. আদেশাত্মক ঘ. আশীর্বাদক

২৯। কী ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?

ক. কালভেদে খ. বাচ্যভেদে গ. বচনভেদে ঘ. পুরুষভেদে

৩০। কোন বাক্যে সামর্থ্য বোঝাতেতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বিদ্যমান?

ক. খোকা এখন বাংলা পড়তে শিখেছে

খ. রানী এখন হাঁটতে পারে

গ. রমলা গাইতে জানে

ঘ. খুকিকে দৌঁড়াতে দেখলাম

৩১।Don’t build castle in the air,এর সঠিক অনুবাদ হলো

ক. আষাঢ়ে গল্প কোরো না

খ. বাতাসে ঘর তৈরি কোরো না

গ. আকাশকুসুম চিন্তা কোরো না

ঘ. না ভেবে কাজ কোরো না

৩২। অনুবাদ অর্থ কী?

ক. অনুকরণ খ. ভাবান্তরকরণ গ. সমার্থকরণ ঘ. ভাষান্তরকরণ

৩৩। সাক্ষীর স্বাক্ষর থাকে কোন পত্রে?

ক. আবেদনপত্রে খ. ব্যক্তিগতপত্রে

গ. নিমন্ত্রণপত্রে ঘ. চুক্তিপত্রে

৩৪। বিদেশে চিঠি পাঠাতে খামের ওপরে প্রাপকের ঠিকানা লিখতে হয়

ক. বাংলায় খ. ইংরেজিতে

গ. সংশ্লিষ্ট দেশের ভাষায় ঘ. যেকোনো ভাষায়

৩৫। বাংলা ভাষার সব ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?

ক. ২০টি খ. ২১টি গ. ২৫টি ঘ. ৩০টি

৩৬। এ কলমে ভালো লেখা হয়এখানেকলমে কোন কারকে কোন বিভক্তি ?

ক. কর্মে সপ্তমী খ. করণে সপ্তমী

গ. কর্তায় সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী

৩৭। শরতের পরে আসে বসন্তএখানেপরে অনুসর্গ কোন অর্থে ব্যবহূত হয়েছে?

ক. দীর্ঘ বিরতি খ. স্বল্প বিরতি গ. সহগামিতা ঘ. সমসূত্রে

৩৮। কাউকে স্বত্ব ত্যাগ করে দান বোঝালে কোন কারক হয়?

ক. কর্তৃ খ. কর্ম গ. করণ ঘ. সম্প্রদান

৩৯।It is a long story, এর সঠিক অনুবাদ কোনটি?

ক. এটা একটা লম্বা গল্প        খ. সে অনেক কথা

গ. এটা লম্বা কথা ঘ. সে লম্বা গল্প বলে

৪০। তত্সম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ বাক্যকে কোন দোষে দুষ্ট করে?

ক. দুর্বোধ্যতা খ. উপমার ভুল প্রয়োগ গ. গুরুচণ্ডালী ঘ. বাহুল্য

৪১। কোন প্রকার বাক্যে পরস্পরনিরপেক্ষ একাধিক বাক্য থাকে?

ক. যৌগিক          খ. সরল গ. জটিল ঘ. মিশ্র

৪২। কোন শব্দটির আদি’-এর উচ্চারণ সংবৃত?

ক. অমল খ. অতুল গ. অটল ঘ. অনেক

৪৩।কোনোভাবেই যা নিবারণ করা যায় না’—বাক্যটির সংক্ষেপণ কী?

ক. দুর্নিবার খ. অদম্য গ. অনিবার্য ঘ. দুর্দম

৪৪। নিচের কোনটির অর্থদায়িত্ব গ্রহণ’?

ক. মাথা ঘামান খ. মাথাব্যথা গ. মনে ধরা ঘ. মাথা দেওয়া

৪৫। কোন বাগ্ধারাটিঅহিনকুল’-এর বিপরীতার্থক বাগ্ধারা?

ক. দা-কুমড়া খ. সাপে-নেউলে

গ. হাড়-হাভাতে ঘ. দহরম-মহরম

৪৬। কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?

ক. কর্মকতৃবাচ্যে খ. কর্তৃবাচ্যে গ. কর্মবাচ্যে ঘ. ভাববাচ্যে

৪৭। তিনি বললেন, ‘বইটা আমার দরকার’—এর পরোক্ষ উক্তি কোনটি?

ক. তিনি বললেন যে বইটা তাঁর দরকার

খ. তিনি বললেন, বইটা তাঁর দরকার

গ. তিনি বললেন, বইটা আমার দরকার

ঘ. তিনি বইটা তাঁর দরকার বলে জানালেন

৪৮। কোনটি রূঢ়ি শব্দ?

ক. গবেষণা         খ. পঙ্কজ গ. গায়ক ঘ. জলধি

৪৯। বিশিষ্টার্থক বাগ্ধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার রয়েছে কোন বাক্যে?

ক. ভয়ে গা ছমছক করছে খ. মেয়েটিকে চোখে চোখে রেখো

গ. ভালো ভালো আম এনো ঘ. বৃষ্টি পড়ে টাপুরটুপুর

৫০। বাংলা ভাষায় চলিতরীতি প্রবর্তন করেন কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর         খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ. প্রমথ চৌধুরী ঘ. মুহম্মদ শহীদুল্লাহ।

# উত্তর ছাপা হলো নিচেরকলামে