Thank you for trying Sticky AMP!!

গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ শিক্ষার্থী। এর মধ্যে ৩০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ২১৯ জন। পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

গত শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিক্ষার্থী। পরীক্ষায় ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শাহরিয়ার আলম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগামী জুলাইয়ের মধ্যে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর।