জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) সিসকো নেটওয়ার্ক সিকোরিটি (১১ ও ১২তম) কোর্সে একাডেমির নির্ধারিত ফরমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রশিক্ষণ কোর্স: সিসকো নেটওয়ার্ক সিকোরিটি (১১ ও ১২তম)।
ন্যূনতম এইচএসসি পাস/সমমান পাস।
১. প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ১০০ ঘণ্টা।
২. সপ্তাহে ৩ দিন, মোট ৩০ দিন।
১ হাজার ৫০০ টাকা
প্রশিক্ষণ কোর্সটি অনলাইন করানো হবে।
১. কোর্স শুরু হবে: ৬ ডিসেম্বর ২০২৫
২. কোর্স শেষ হবে: ৫ মার্চ ২০২৬
৩. প্রশিক্ষণের সময়: বেলা ২টা-বিকেল ৫টা পর্যন্ত।
১. আবেদনকারীকে ছবি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যাদিসহ (স্ক্যান কপি) www.nactar.gov.bd অথবা www.nactar.org
ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
২. আবেদনকারীর User Account–এর Dashboard থেকে প্রবেশপত্র বা পরীক্ষার রোল নম্বর সংগ্রহ করতে পারবেন।
৩. আবেদনকারীকে Basic Computer ও Networking বিষয়ে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪. ফলাফল ও ভর্তি ফি জমার বিষয়ে ২৭ নভেম্বর ২০২৫ নেকটার ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে।
৫. অনলাইনে পরীক্ষার লিংক নির্ধারিত সময়ের পূর্বে User Account–এর Dashboard প্রদর্শিত হবে।
১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষা তারিখ: ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১১টায়
৩. ভর্তি পরীক্ষা: পরীক্ষা অনলাইনে হবে।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট