Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ৩.৫ হলে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এক বছর মেয়াদের এ কোর্সে ২০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শিক্ষাগত যোগ্যতা—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, ইইই, সিএসই, ইসিই, আইসিটি, চিকিৎসা পদার্থবিদ্যা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস এবং মেকাট্রনিকস, ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিকস, ম্যাটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংসহ প্রাসঙ্গিক বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতকে জিপিএ/সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে ৩.৫ করে সিজিপিএ থাকতে হবে।

ভর্তি ফরম সংগ্রহ ও জমাসহ দেওয়া যাবে ২০২৪ সালে ৪ জানুয়ারি পর্যন্ত। আবেদনের বিস্তারিত তথ্য মিলবে www.bmpt.du.ac.bd তে।
ভর্তি পরীক্ষা: ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Also Read: সুইজারল্যান্ডে স্কলারশিপ, সেমিস্টার প্রতি মিলবে ১৪ লাখ ৬০ হাজার টাকা

Also Read: বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই যেভাবে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ