নটর ডেম কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হবে বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত থেকে। রাত ১২টা ১ মিনিটে (বৃহস্পতিবার, ১০ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩ হাজার ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে কলেজটিতে। আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের উচ্চতর গণিতসহ জিপিএ–৫ থাকতে হবে;
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৩ থাকতে হবে;
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে;
এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিপিএ–৪.৫ পেলে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে জিপিএ–৩.৫ পেতে হবে।
প্রার্থীদের নটর ডেম কলেজের ndc.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে Admission মেনুতে যাবতীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে।
পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুই দিনের মধ্যে কলেজে যোগাযোগ করতে হবে;
অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ বিকাশের মাধ্যমে ৩৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি আবেদন করবে, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞানে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান;
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান;
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান;
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।