
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে আসায় মো. সুমন নামের একজনকে আটক করা হয়েছে। আটক সুমনের বাড়ি ঠাকুরগাঁও। আজ শনিবার গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় এই ঘটনা ঘটে। সুমনকে সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় পুলিশে সোপর্দ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদুল ইসলাম বলেন, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে কলা অনুষদের ডিন মামলা করেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক রইছ উদদীন প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তির উত্তরপত্র বাতিল করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করা হবে।
রইছ উদদীন আরও বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কালকের (রোববার) মধ্যে সারা দেশ থেকে উত্তরপত্র চলে আসবে। এরপর তা টেকনিক্যাল কমিটিতে দেওয়া হবে। আশা করছি, আগামী সোমবারের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।’
আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে মানবিক বিভাগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রে ১১ হাজার ৯২৭ জন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলকেন্দ্রে ৪ হাজার ৫৪৬, উদয়ন (ঢাকা বিশ্ববিদ্যালয়) স্কুলকেন্দ্রে ১ হাজার ৬৯৬ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকেন্দ্রে ৩ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নেন।