কুমুদিনী নার্সিং কলেজ–২
কুমুদিনী নার্সিং কলেজ–২

বিনা খরচে নারী শিক্ষার্থীদের স্পেশালাইজড নার্সিং কোর্স, মাসিক বৃত্তি ৬ হাজার টাকা

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এক বছর মেয়াদি সম্পূর্ণ বিনা খরচে স্পেশালাইজড নার্সিং কোর্সে প্রশিক্ষণ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, এডিবি ও এসআইসিআইপির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে করানো হবে।

স্পেশালাইজড নার্সিং কোর্স

১. ডিপ্লোমা ইন রেনাল নার্সিং।

২. ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নার্সিং।

৩. ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং।

৪. ডিপ্লোমা ইন ট্রমা নার্সিং।

৫. ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং।

৬. ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং।

শিক্ষাগত যোগ্যতা

ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং (বেসিক বা পোস্ট–বেসিক) ও বিএনএমসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত নার্স হতে হবে।

সাধারণ শর্তাবলি

১. শুধু নারী রেজিস্টার্ড নার্সরা আবেদন করতে পারবেন।

২. বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

৩. দরিদ্র, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. সরকারি চাকরি করা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৫. প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার তারিখ ও ফলাফল উল্লিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে।

আবেদন করতে যা লাগবে

প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।

প্রশিক্ষণার্থীদের সুযোগ

১. প্রশিক্ষণের সময় প্রশিক্ষণার্থীদের বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।

২. প্রশিক্ষণার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে ছয় হাজার টাকা।

৩. প্রশিক্ষণ শেষে সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) সনদ প্রদান করা হবে।

৪. প্রশিক্ষণ শেষে সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের দেশে ও বিদেশে কর্মসংস্থানে সহায়তা করা হবে।

কুমুদিনী নার্সিং কলেজ

আবেদনপত্র ডাকযোগে বা ই–মেইলে পাঠানো যাবে।

আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৫।

ই–মেইল ঠিকানা: sicip.kwtbd@gmail.com, office@kumudininursing.edu.bd

ডাকযোগে পাঠানোর ঠিকানা: কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুর–১৯৪০, টাঙ্গাইল।