বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত পিসিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং (সিপিএফপি) প্রোগ্রামে জুলাই–ডিসেম্বর ২০২৫ সেমিস্টারে (২৫২ টার্ম) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
দরকারি তথ্য
১. এটি ছয় মাস মেয়াদি সার্টিফিকেট প্রোগ্রাম।
২. প্রতি স্টাডি সেন্টারে আসনসংখ্যা: ৫০।
আবেদন করার যোগ্যতা
আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
আবেদন করতে হবে
প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSPAS –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
স্টাডি সেন্টার
১. যুব প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ।
২. যুব প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া।
৩. যুব প্রশিক্ষণ কেন্দ্র, লিংক রোড, কক্সবাজার।
৪. যুব প্রশিক্ষণ কেন্দ্র, সোনাডাঙ্গা, খুলনা।
ভর্তির বিস্তারিত সময়
১. আবেদন জমার তারিখ: ৩০ জুলাই ২০২৫।
২. আবেদনসহ মোট ভর্তি ফি: ১০০+৩১৭০ = ৩,২৭০ টাকা।
৩. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ৮ আগস্ট ২০২৫।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট