Thank you for trying Sticky AMP!!

পঞ্চমের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থাকছে না, ভিন্ন আঙ্গিকে মূল্যায়নে বৃত্তি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না। তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

Also Read: চট্টগ্রাম–বান্দরবানসহ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ দিন বন্ধ

Also Read: অস্ট্রেলিয়ার হাজারো স্কলারশিপের খুঁটিনাটি জেনে নিন

বৈঠকে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ছাড়াও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।

Also Read: কোচিং প্রায় দেড় মাস বন্ধ, এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট শুরু: শিক্ষামন্ত্রী

করোনার কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হয়েছিল। নতুন শিক্ষাক্রমেও এই ধরনের পরীক্ষা নেওয়া কথা নেই। কিন্তু গত বছরের শেষ দিকে এসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এ নিয়ে তখন সমালোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন সেখান থেকে সরে এল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।