
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, সরকার সচেতনভাবে কাজ করায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। উপদেষ্টা আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপদেষ্টা আজ ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রও পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপদেষ্টা বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। পরীক্ষার পরিবেশ ভালো। এবার ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজারের বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানান উপদেষ্টা। তিনি বলেন, গুজব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে দেয়। সরকার সচেতনভাবে কাজ করায় এবার এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সামনের দিনগুলোয়ও এ বিষয়ে সাংবাদিক, অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এর আগে আজ সকাল ১০টায় সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারও তার আগের বছরের চেয়ে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কমেছিল।
এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।