Thank you for trying Sticky AMP!!

স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু এপ্রিলে

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপাচার্য রুবানা হকসহ অন্যরা

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে। ক্যাম্পাসের প্রথম পর্যায়ের নির্মাণকাজ ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম নগরের আরেফিন নগর এলাকায় এ ক্যাম্পাস নির্মাণ করা হবে।

আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রুবানা হক। চট্টগ্রাম নগরের এম এম আলী সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ডিন বীনা খুরানা ও ডেভিড টেইলর উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০০৮ সালে চট্টগ্রামে শিক্ষা কার্যক্রম শুরু করে এইউডব্লিউ।

সংবাদ সম্মেলনে উপাচার্য রুবানা হক বলেন, প্রায় দুই লাখ বর্গফুট জায়গায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে ক্যাম্পাসে শুধু একাডেমিক তথা শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে স্থায়ী ক্যাম্পাসে আবাসন সুবিধা থাকবে না। নিজস্ব তহবিল দিয়ে এ ক্যাম্পাস নির্মাণ করা হবে।

এ দিকে এইউডব্লিউতে প্রথমবারের মতো বাংলাদেশি ছাত্রীদের জন্য মেধাবৃত্তি চালুর ঘোষণা দেন উপাচার্য রুবানা হক। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৯টি দেশের ১ হাজার ৭৬ জন ছাত্রী অধ্যয়নরত আছেন। তাঁদের অর্ধেকেই বাংলাদেশি। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা পর্যায়ক্রমে দুই হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএসসি ও সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষার জিপিএ–এর ওপর ভিত্তি করে মেধাবৃত্তি দেওয়া হবে। দুটি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা ৬০ শতাংশ বৃত্তি পাবেন। অর্থাৎ তাঁকে টিউশন ফি–এর মোট ৪০ শতাংশ পরিশোধ করতে হবে।