মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়
মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়

শিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করবে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় দুটি এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ল্যাব সুবিধা, অনলাইন ডেটাবেজ, তথ্য বিশ্লেষণ ব্যবস্থা এবং ভৌত অবকাঠামো ব্যবহারে সহায়তা পাবেন। বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষার্থীরা পিএইচডি (ডক্টর অব ফিলোসফি), এমফিল (মাস্টার অব ফিলোসফি) ও এমএস (মাস্টার অব সায়েন্স) পর্যায়ে এ চুক্তির আওতায় সহায়তা পাবেন।

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়া এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব প্রমুখ। আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক এস এম মাহবুব উল হক মজুমদার, ইনফরমেশন টেকনোলজি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক সৈয়দ আকতার হোসেন, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন অনুষদের ডিন অধ্যাপক মাসুম ইকবাল, স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বিলাল হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা শারমীন, স্নাতকোত্তর অনুষদের ডিন অধ্যাপক মো. কবিরুল ইসলাম, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান ও প্রক্টর অধ্যাপক শেখ মোহাম্মদ আব্লাইয়ার।