ভারতের উত্তরাখন্ডের ১৭০টির বেশি মাদ্রাসা বন্ধ করে দিল রাজ্য বিজেপি সরকার

নিবন্ধন নেই, এমন অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যের ১৭০টির বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাজ্যের কর্মকর্তাদের দাবি, এসব শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল। তাই সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলদোয়ানির বনভুলপুরা এলাকায় ‘বিশেষ অভিযান’ পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানগুলোর যথাযথ নিবন্ধন এবং অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে। বেশ কিছু মাদ্রাসা রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করে, যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল। কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই এলাকার সাতটি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। এ নিয়ে গত দুই মাসে ১৭০টির বেশি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হলো।

উত্তরাখন্ড রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, এ রাজ্যে প্রায় ৪৫০টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে। যারা সরকারকে তাদের নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং আয়-ব্যয়ের সম্পূর্ণ বিবরণ জমা দেয়ে। কিন্তু ৫০০টির বেশি মাদ্রাসা কোনো স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে বলে দাবি তাদের।

এদিকে গত মঙ্গলবার কংগ্রেস বিজেপিশাসিত উত্তরাখন্ড রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যে অনিবন্ধিত মাদ্রাসা বন্ধের জন্য অতিরিক্ত অভিযান চালানোর অভিযোগ করেছে। গত মঙ্গলবার কংগ্রেস উত্তরাখন্ড রাজ্য সরকারের এমন উদ্যোগ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। সংখ্যালঘু তোষণের জন্য বিরোধীদের আক্রমণ করেছে কংগ্রেস।

মঙ্গলবার উত্তরাখন্ড কংগ্রেসের সহসভাপতি সূর্যকান্ত ধাসমানা রাজ্যের মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ‘এটি স্পষ্টতই একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। তারা (সরকার) মেরুকরণের রাজনীতিতে লিপ্ত হচ্ছে।