Thank you for trying Sticky AMP!!

উচ্চশিক্ষায় বিদেশে যেতে চান, পছন্দের তালিকায় যে কারণে থাকতে পারে ফিনল্যান্ড

ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষাদান এবং সাশ্রয়ী মূল্যের জন্য সুপরিচিত। এ বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। ফিনিশ বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করে থাকে। এটি তারা করে শিক্ষার্থীদের জন্য বৃত্তির বিকল্প হিসেবে।

Also Read: আইইএলটিএসে লিসেনিংয়ে দক্ষতা বাড়ানোর ১০ টিপস

স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ফিনল্যান্ড বৃত্তি

ফিনল্যান্ড স্কলারশিপগুলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ইউরোপীয় ইকোনমিক এরিয়ার (ইইএ) বাইরের মেধাবী শিক্ষার্থীদের জন্য। দেশটির উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি মওকুফ করে দেয়। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম বছরের টিউশন ফি বিশ্ববিদ্যালয়গুলো দিয়ে দেয়। এ অর্থের পরিমাণ কমপক্ষে ৫ হাজার ইউরো। অনেক বিশ্ববিদ্যালয় মাস্টার্সের দ্বিতীয় বছরের জন্য বৃত্তির সুযোগও দিয়ে থাকে।

ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ

এ ফেলোশিপও ইইউ বা ইইএর বাইরের মেধাবী শিক্ষার্থীদের জন্য। গবেষণা ও কলাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোয় ডক্টরাল অধ্যয়নের জন্য এ ফেলোশিপ দেয়। এ ফেলোশিপে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো শুধু শিক্ষার্থীদের ভাতাই দেয় না দেশটিতে যাওয়া জন্য ২ হাজার ইউরোও প্রদান করে।

Also Read: দক্ষিণ কোরিয়া যেভাবে বিদেশি শিক্ষার্থীদের গন্তব্য হয়ে উঠছে

কীভাবে এসব সুযোগ কাজে লাগাবেন

এসব স্কলারশিপ এবং ফেলোশিপ পেতে Studyinfo.fi অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। এই ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও উপযুক্ত পড়ার বিষয়গুলো খুঁজে পাবেন। আবেদনের সময়সীমা এবং আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মাবলি অনুসরণ করে আবেদন জমা দিন।

Also Read: বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ চীনে

ফিনল্যান্ডের যে যে বিশ্ববিদ্যালয় স্কলারশিপ–ফেলোশিপ দেয়

  • আল্টো বিশ্ববিদ্যালয়

  • হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়

  • ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড

  • জাইভাস্কিলা ইউনিভার্সিটি

  • ল্যাপল্যান্ড ইউনিভার্সিটি

  • এলইউটি ইউনিভার্সিটি

  • ইউনিভার্সিটি অব ওলু

  • হ্যাঙ্কেন স্কুল অব ইকোনমিকস

  • ইউনিভার্সিটি অব দ্য আর্টস হেলসিঙ্কি

  • ট্যাম্পেরি বিশ্ববিদ্যালয়

  • তুর্কু বিশ্ববিদ্যালয়

  • ভাসা বিশ্ববিদ্যালয়

  • আবো একাডেমি বিশ্ববিদ্যালয়

Also Read: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু পিএইচডি বৃত্তি, মাসে ৪০,০০০ টাকা