Thank you for trying Sticky AMP!!

প্রথম আলো ফাইল ছবি

ইংলিশ মিডিয়াম স্কুলও প্রচণ্ড গরমে বন্ধ

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে এবার বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (ইংলিশ মিডিয়াম) শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণি কার্যক্রম ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৮ এপ্রিল।

Also Read: তীব্র তাপপ্রবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস অনলাইনে, পরীক্ষা যেভাবে

Also Read: যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বৃত্তি বছরে সাড়ে ১৩ লাখ টাকা

এদিকে গতকাল শনিবার দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা পাঁচ দিন বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর শুক্র ও শনিবার থাকায় ছুটি কার্যত ৭ দিনে গিয়ে ঠেকছে। ২৮ এপ্রিল থেকে খুলবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগও আলাদা বিজ্ঞপ্তি দিয়ে তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ঘোষণা দেয়।

Also Read: এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল, কোন বিভাগে কত ফি