
দেশের ১১টি প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ২২ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রশিক্ষণ কোর্সটি বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, এসআইসিআইপির তত্ত্বাবধানে সম্পূর্ণ সরকারি খরচে করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা—
প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা—
১.
প্রশিক্ষণ শেষে সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের সনদ প্রদান এবং কর্মসংস্থানের সহায়তা করা হবে।
২.
প্রশিক্ষণে ন্যূনতম ৮০% উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে।
ভর্তির দরকারি তথ্য—
১.
প্রশিক্ষণের মেয়াদকাল চার মাস। মোট ৫০০ ঘণ্টা। ইনস্টিটিউটে প্রশিক্ষণ দুই মাস ও ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ দুই মাস।
২.
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৫। প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফল উল্লিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে।
৩.
প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৩ আগস্ট ২০২৫ শুরু হবে।
৪.
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ক্লাস সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৫ ঘণ্টা। ইন্ডাস্ট্রিতে কাজের সময় প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলতে হবে।
৫.
নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬.
আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি পাসের সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসহ সব সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। যাদের জন্মতারিখ ৩ আগস্ট ২০২৫ সালের আগে, তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
৭.
একই ব্যক্তি শুধু একটি কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
৮.
কোনো ব্যক্তি সেসিপ প্রোগ্রামের আওতায় আগে কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে তাঁর আবেদনপত্র গ্রহণ করা হবে না।
দেশের ১১টি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও কোর্সের নাম—
১. বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট: ১৪৭/ডি, গ্রিনরোড ,সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে, ঢাকা। কোর্সসমূহ: ১. হাউসকিপিং ২. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ৩. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ৪. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন।
২. ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি: হোসেন প্লাজা (তৃতীয় তলা), বাড়ি ১, রোড ২৮, ধানমন্ডি, ঢাকা। কোর্সসমূহ: ১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং)।
৩. রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট: হাউস ১৫, রোড ৩, নিকুঞ্জ-ও, খিলক্ষেত, ঢাকা। কোর্সসমূহ: ১. হাউসকিপিং ২.ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ৩. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং)
৪. ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল: প্লট-২ ও ৩, মিরপুর-২, ঢাকা। কোর্সসমূহ: ১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ৩. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন।
৫. ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট: আশকোনা (হজ ক্যাম্পের বিপরীত পাশে), উত্তরা ঢাকা। কোর্সসমূহ: ১. হাউসকিপিং ২. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস।
৬. সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার: ৯৬৫, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। কোর্সসমূহ: ১. হাউসকিপিং।
৭. ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট: ৩৪ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, ঢাকা। কোর্সসমূহ: ১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ।
৮. টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সিলেট: জেসি ট্রাস্ট হাউস (তৃতীয় তলা), ফাজিল চিশত, সুবিদবাজার (পূর্ব), সিলেট। কোর্সসমূহ: ১. হাউসকিপিং ২. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ৩. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ।
৯. টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট: মৌলভীবাজার মিশন রোড, পিটিআই স্কুল, মৌলভীবাজার। কোর্সসমূহ: ১. হাউসকিপিং ২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ।
১০. একাডেমি অব ইনফরমেশন টেকনোলজি (এআইটি): সাইমা ওশান সিটি, (তৃতীয় তলা) আলীর জাহাজ, ওয়ার্ড নম্বর-৫, কক্সবাজার সদর,কক্সবাজার। কোর্সসমূহ: ১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ৩. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন।
১১. প্রিজম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট: কারবালা রোড, ধর্মতলা, যশোর। কোর্সসমূহ: ১. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) ২. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন।