Thank you for trying Sticky AMP!!

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়: ক্লাস-পরীক্ষার সময় ক্যাম্পাসে বহিরাগত নিষেধ, নিষিদ্ধ র‍্যাগিং-মাদক সেবন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক সেবনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Also Read: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাসিক বৃত্তি, বিমান টিকিটসহ নানা সুবিধা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ব্যতীত একাডেমিক কার্যক্রম চলাকালে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি করা, র‍্যাগিং, ইভ টিজিংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে গণ্য হবে। যেহেতু পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতাধীন, সেহেতু ওই কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া সাপেক্ষে অভিযুক্ত/অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি অভিযুক্ত অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়ে থাকে, তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

Also Read: শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন অনুদান, আবেদন ৪ ফেব্রুয়ারি থেকে, অর্থ যাবে নগদে