Thank you for trying Sticky AMP!!

কাতারের দোহা ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ’-২০২৪–এ আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত

কাতারের গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ, আইইএলটিএসে ৬.৫ পেলে আবেদন

মধ্যপ্রাচ্যর অন্যতম দেশ কাতার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ দিচ্ছে। এগুলোর একটি হচ্ছে কাতারের দোহা ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ’–২০২৪। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক বিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স ও সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ অনুষদভূক্ত যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবেন এ বৃত্তি পেলে।

এ বৃত্তির সুবিধাগুলো—

যেকোনো দেশের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। নির্বাচিত শিক্ষার্থীরা নানা সুবিধা পান। এ স্কলারশিপে সব ধরনের টিউশন ফি মওকুফ পান শিক্ষার্থীরা। এর সঙ্গে আবাসনব্যবস্থা, মাসে উপবৃত্তি, বিমা ও বিমানে যাতায়াতের খরচ খরচও মেলে।

যেকোনো দেশের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এ স্কলারশিপে সব ধরনের টিউশন ফি মওকুফ পান শিক্ষার্থীরা

Also Read: নেদারল্যান্ডসের ৪ বৃত্তি, মিলবে টিউশন ফি-বিমা-ভিসা ফি-জীবনযাত্রার ব্যয়

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র—  

*শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএস এ ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে;

*আইএলটিএস করা না থাকলে টোয়েফেল;

*বিভাগভেদে বিভিন্ন যোগ্যতার মানদণ্ড ওয়েবসাইটে মিলবে;

*কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজনীয়তা নেই;

*পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট;

*দুটি রেফারেন্স লেটার;

*জীবনবৃত্তান্ত;

*একাডেমিক প্রশংসাপত্র।

মানবিক ও সামাজিক বিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস ও সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ অনুষদভূক্ত যেকোনো বিষয় নিয়ে পড়তে পারবেন এ বৃত্তি পেলে

Also Read: বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা, আগের চেয়ে ব্যাংকে দ্বিগুণ অর্থ দেখাতে হবে

আবেদন ফি

আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে